parbattanews

রামুর দক্ষিণ মিঠাছড়িতে ৩দিনব্যাপী বলি খেলায় চ্যাম্পিয়ন দিদার বলি

0333

রামু প্রতিনিধি:

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি চেইন্দায় গতকাল ৩০ মে শুক্রবার অনুষ্ঠিত সর্বশেষ ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছেন দক্ষিণ চট্টলার ১১ তম চ্যাম্পিয়ন দিদার বলি। তার নিকঠতম প্রতিদ্বন্দ্বী ছিলেন নন্দাখালীর সেলিম বলি ।

 

বিকেল ৩ টায় চেইন্দা মাঠে অনুষ্ঠিত টান টান উত্তেজনাপূর্ণ ফাইনাল বলি খেলা উপভোগ করতে কক্সবাজার শহরসহ বিভিন্ন এলাকার শত শত ক্রীড়ামোদী নারী ও পুরুষ দর্শক ভিড় জমায়। এছাড়া উমখালীর মঞ্জুর বলি, জোয়ারিয়ানালার শফি বলি, চকরিয়ার রুবেল বলি, মোস্তাক বলিকে পুরস্কৃত করা হয়।

দক্ষিণ মিঠাছড়ি বলিখেলা ও বৈশাখী মেলা উদ্যাপন পরিষদের আহবায়ক আশরাফ আলী মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা, দক্ষিণ মিঠাছড়ি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ইউনুচ ভূট্টো। বিশেষ অতিথি ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষা অফিসার মাহমুদুল হক, আওয়ামীলীগ নেতা জুহুর আলম, রশিদ আহমদ, ছৈয়দ আলম, জাফর আলম,আব্দুল আজিজ ও মো নবী মেম্বার, আব্দুর রহমান মূছা, মাষ্টার জামাল হোছাইন চৌধুরী, মাশেকুর রহমান, ছৈয়দ আলম, মঞ্জুর আলম, বজল আহমদ ও সাইফুল ইসলাম জয় প্রমুখ।

ফাইনাল খেলায় কক্সবাজারের বিভিন্ন এলাকার ৩২ বলি অংশ নেয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিখি ইউনুস ভুট্টো বলেন, এ অঞ্চলের সব চেয়ে প্রাচীন ও জীবন ঘনিষ্ঠ খেলার ঐতিহ্য অটুট রাখার জন্য এ বলি খেলা প্রতি বছর সকলের সম্মলিত প্রচেষ্টায় দক্ষিণ মিঠাছড়িতে আয়োজন করা হবে। তিনি এ বলি খেলা আয়োজনে এলাকার সকল পেশাজীবি মানুষসহ নতুন প্রজম্মের সহযোগীতা কামনা করেন।

Exit mobile version