parbattanews

বসতবাড়ী নির্মানের জন্য দীঘিনালা জোনের আর্থিক সহায়তা

বসতবাড়ী নির্মানের জন্য দীঘিনালা জোনের উদ্যোগে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। রোববার সকালে জোন সদরে আর্থিক সহায়তা তুলে দেন দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন।

জানাযায়, উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি গ্ৰামের বাসিন্দা ত্রিপনা চাকমা (৩৫) দীর্ঘদিন যাবৎ জড়াজীর্ণ ঘরে বসবাস করে আসছেন। পরে বিষয়টি দীঘিনালা জোনের দৃষ্টিগোচর হলে গৃহনির্মাণের জন্যে উদ্যোগ গ্রহণ করে। পরে গত রোববার সকালে দীঘিনালা জোন অধিনায়কের পক্ষ থেকে জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন অসহায় ত্রিপনা চাকমার হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেন ।

বসতবাড়ী নির্মানের জন্য আর্থিক সহায়তা পেয়ে ত্রিপনা চাকমা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সুখে-দুঃখে সব সময় যেকোনো ধরনের সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে, বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা এই আর্থিক সহায়তা পেয়ে অত্যন্ত খুশি এবং আনন্দিত।

দীঘিনালা জোনের জোনাল স্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন জানান, দীঘিনালা জোন সব সময় পার্বত্য অঞ্চলে যেকোন ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

Exit mobile version