parbattanews

বসত ভিটার পরিত্যক্ত ঘরে জুয়া খেলতে নিষেধ করায় ভাঙচুর

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড হলুদিয়াশিয়া গ্রামে বসত ভিটার পরিত্যক্ত ঘরে জুয়া খেলতে নিষেধ করায় ঘর ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে।

ওই ঘটনায় বসত ভিটার মালিক একই গ্রামের বাসিন্দা ছৈয়দ আজিমের স্ত্রী আমেনা আক্তার বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগে জানাযায়, বিগত ২ বছর আগে হলুদিয়া শিয়া গ্রামে ডাঃ মাশুকের বাড়ির পার্শ্বে মাটির দেওয়াল ও টিনের ঘর ক্রয় করে কিছু দিন বসবাস করে। এরপর নানা সমস্যার কারণে ঘরটি আরেকজন মহিলাকে পাহারাদার হিসেবে ঘরটিতে থাকতে দেয়। মহিলাটি মারা যাওয়ার পর ঘরটি পরিত্যক্ত হয়ে যায়।

ওই সুযোগকে কাজে লাগিয়ে ছৈয়দ আজিমসহ অন্যান্য লোকজন ওই ঘরে ঢুকে প্রায় সময় জুয়ার আসর বসায়। বসত বাড়ির মালিক আমেনা আক্তার খবর পেয়ে তাদের নিষেধ করায় উল্টো ক্ষেপে গিয়ে হুমকি ধামকি প্রদান করে এবং রাতের আঁধারে ঘরের মালামাল নষ্ট সহ মাটির দেওয়াল টি ভেঙ্গে দেয়।

অভিযোগ পাওয়ায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অভিযুক্ত রা পালিয়ে যায়।
আমেনা জানান, তার স্বামী বিদেশে থাকায় তার পিতার ঘরে আশ্রয় নিয়েছে। তার পিতাও অসহায় যার ফলে মোজাম্মেল আমাদেরকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে। আমি প্রশাসনের নিকট সুস্থ তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এবিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) লিয়াকত আলী জানান ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বর্তমানে তদন্ত চলছে। অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version