parbattanews

বসন্তের শুরুতে বাঘাইছড়িতে শিলা বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

রাঙামাটির দূর্গম বাঘাইছড়ি উপজেলায় বসন্তের শুরুতে শিলা বৃষ্টি হানা দিয়েছে। রবিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে উপজেলায় শিলা বৃষ্টি শুরু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে শিলা বৃষ্টি শুরু হয়ে ১০ মিনিটের মতো স্থায়ী ছিলো।

স্থানীয় সদর ইউনিয়নের চাষী লোকমান হোসেন জানান, শিলা বৃষ্টিতে তার টমেটোর বাগানে ক্ষতি হতে পারে। তবে শিলার আকার ছোট হওয়ায় কিছুটা স্বস্তীতে আছেন বলেও জানান তিনি।

এদিকে রাঙামাটি শহরে দুপুরে কয়েক মিনিট হালকা বৃষ্টি হয়েছে। আকাশ মেঘাছন্ন থাকলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত কাপ্তাই উপজেলায় মুষল ধারে বৃষ্টি হচ্ছে বলেও খবর পাওয়া গেছে।

বাঘাইছড়ি উপজেলার উপ-সহকারী কৃষি কর্মকর্তা তোফায়েল আহম্মেদ জানান, উপজেলা শহরে বৃষ্টি হলেও শিলার আকার ছোট ছিলো। তবে উপজেলার আমতলী ইউনিয়ন, লাইল্যাঘোনাসহ অন্যান্য এলাকাগুলোতে শিলা বৃষ্টি হয়েছে। ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি। ইউনিয়ন পর্যায়ের কৃষি সহকারী কর্মর্তাদের সাথে যোগাযোগ করে আগামীকালের মধ্যে ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাবে।

Exit mobile version