বহুল আলোচিত ইসলামী সুন্দরী প্রতিযোগিতার মুকুট পরলেন নাইজেরীয় কৃষ্ণাঙ্গ সুন্দরী

। 

বিনোদন ডেস্ক:
বুধবার রাতে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় সেরা সুন্দরী হিসেবে নাম ঘোষণার পরপরই তিনি সেজদায় লুটিয়ে পড়েন। এরপর কান্নাজড়িত কণ্ঠে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ২১ বছর বয়সী আয়শা। খবর: আল জাজিরা ও গ্লোবাল পোস্ট’র।

‘মুসলিমা ওয়ার্ল্ড’ নামের এই প্রতিযোগিতায় ৫০০ মুসলিম তরুণী অংশ নেন। এরমধ্যে চূড়ান্ত পর্বে উন্নীত হন বাংলাদেশি তরুণী মিরসরাইয়ের নাজনিন সুলতানা লিজাসহ ২০ জন।

ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, নাইজেরিয়া, ইরানসহ বিভিন্ন দেশ থেকে সুন্দরীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

শারীরিক সৌন্দর্য, কোরআন তেলাওয়াত এবং আধুনিক বিশ্বে ইসলাম সম্পর্কে জ্ঞানের ওপর ভিত্তি করে প্রতিযোগীদের নির্বাচন করা হয়।

সেরা নির্বাচিত হওয়ায় আয়শা পাবেন নগদ ১ লাখ ৭৫ হাজার টাকা। এছাড়া হজ করা এবং ভারত ভ্রমণের সুযোগ পাবেন তিনি।

জয়ের পর প্রতিক্রিয়ায় আয়শা বলেন, ‘আমরা বিশ্বকে দেখাতে চাইছি যে, ইসলাম হলো সুন্দর। আমরা মুক্ত এবং হিজাব আমাদের গর্ব।’

এ নিয়ে তৃতীয়বারের মত এ প্রতিযোগিতার আয়োজন করা হলো। বুধবার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয় একটি শপিং মলে। এতে ইসলামী পোশাক পরা ধমীয় পণ্ডিত এবং পরহেজগার মুসলমানরা অংশ নেন।

ইন্দোনিয়ায় বর্তমানে অনুষ্ঠিত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতাকে চ্যালেঞ্জ করে এই ইসলামী সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করা হয়।

মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতায় নারী দেহের বাণিজ্যিক প্রদর্শনীর বিরুদ্ধে এবার বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় তীব্র বিক্ষোভ হয়েছে।

বিক্ষোভের মুখে আয়োজকরা প্রতিযোগিতার স্থান জাকার্তা থেকে সরিয়ে বালির একটি হিন্দু অধ্যুষিত এলাকায় স্থানান্তরিত করেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন