parbattanews

বাঁকখালী নদীতে নিখোঁজ উপজাতীয় বৃদ্ধার লাশ উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাঁকখালী নদী দিয়ে নিজের পালিত গরু পারাপার করতে গিয়ে নিখোঁজের একদিন পর লাশ মিলল মাংপা ম্রো (৮০) নামের এক উপজাতীয় বৃদ্ধার।

শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে রামু উপজেলার গর্জনীয়া খালেকুজ্জামান সেতুর পূর্বপাশের বাঁকখালী নদী থেকে এ লাশটি উদ্ধার করা হয়। বৃদ্ধার বাড়ি নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের দূর্গম ম্রো  এলাকা চড়ুই পাড়া গ্রামে।

স্থানীয় লোকজন জানান- সন্ধ্যায় সেতুর পূর্ব পাশে লাশটি বাঁকখালী নদীতে ভেসে থাকতে দেখে গর্জনীয়া পুলিশকে খবর দেন। পরে পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করেন।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপপরিদর্শক (এসআই) দেব্রত রায় দীপ্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন- গত বৃহস্পতিবার বিকেল ৩টায় কোয়াইঝিড়ি এলাকা থেকে গরু পারাপার করতে গিয়ে বাঁকখালী নদীতে ডুবে নিখোঁজ হন। ঘটনার একদিন পর তাঁর লাশ পাওয়া গেছে। শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। লাশটি পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

বাইশারীর ২৮১নং কোয়াইঝিরি মৌজার হেডম্যান থপ্রে ম্রো ও নিহতের ছেলে রেংনি ম্রো বলেন- মাংপা ম্রো’র কোন শত্রু নেই। তার মৃত্যু বাঁকখালী নদীর পানিতে ডুবেই হয়েছে।

Exit mobile version