parbattanews

বাঁচতে হলে নদ-নদী ও পরিবেশ বাঁচাতে হবে: পার্বত্যমন্ত্রী

বান্দরবানে দুই দিনব্যাপী নদী রক্ষা সম্মিলনের সমাপনী অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেছেন- বাচতে হলে নদ-নদী ও পরিবেশ বাঁচাতে হবে। আর তাই নদী দখলদারদের বিরুদ্ধে সামাজিক সচেতনার মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলতে হবে। নদী দখল করে কেউ যাতে স্থাপনা তৈরি করতে না পারে সবাইকে সজাগ থাকতে হবে।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আরও বলেন, উন্নয়নের নামে পাহাড় কাটা যাবে না, পাহাড় কাটলে আশে পাশে নিরাপত্তার জন্য উন্নত মানের সব কিছুই ঠিকাদারকে করতে হবে। নতুন নতুন বনায়ন সৃষ্টি করতে হবে। আমাদের বন বিভাগকে সচেতন হতে হবে। মানুষ কোন গাছটি কাটতে পারবে আর কোন গাছটি কাটতে পারবেনা সেদিকে যদি বন বিভাগের নজর দেয় তাহলে আমাদের দেশের পাহাড় ধস অনেকটাই বন্ধ হয়ে যাবে।

শনিবার (২০এপ্রিল) বিকেলে জাতীয় নদী রক্ষা কমিশন ও বাংলাদেশ পরিব্রাজক দলের যৌথ আয়োজনে বান্দরবানের হিলভিউ কনভেনশান হলে দুই দিনব্যাপী এই সম্মিলনের সমাপ্তি হয়।

জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. আলাউদ্দিন, সদস্য শারমিন সোনিয়া মুরশিদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়্যারম্যান ক্যশৈহ্লা, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী, বান্দরবান পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নোমান হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দলের সভাপতি মো: মনির হোসেন, বাংলাদেশ নদী পরিব্রাজক দল বান্দরবান জেলা শাখার সভাপতি অলক দাশ গুপ্ত, সাধারণ সম্পাদক মো: কামাল পাশা, অর্থ সম্পাদক লিটন চক্রবর্ত্তী, সদস্য কৌশিক দাশ প্রমুখ।

Exit mobile version