বাংলাদেশকে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান


নিরাপত্তা শঙ্কায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। আইসিসির সঙ্গে একাধিকবার বৈঠক করলেও চূড়ান্ত সমাধানে আসতে পারেনি বোর্ড। বিকল্প ভেন্যুর বিষয়ে বিসিবিকে অবহিত করেনি আইসিসি। এমন পরিস্থিতিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে বিসিবিকে পূর্ণ সমর্থন জানিয়ে বিশ্বকাপ প্রস্তুতি স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি।
পাকিস্তানি সংবাদমাধ্যম ‘জিও সুপার’ এক প্রতিবেদনে জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সকল প্রস্তুতি স্থগিত রেখেছে। এই বিষয়ে দলের সঙ্গে যুক্ত কর্মকর্তাদের অবহিত করেছে পাক ক্রিকেট বোর্ড। বিশ্বকাপে অংশগ্রহণ না করার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হলে বিকল্প ব্যবস্থাও তৈরি রাখতে বলেছে দেশটির বোর্ড।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ ইস্যুতে আইসিসি যদি সন্তোষজনক কোনো সমাধান দিতে না পারে, তাহলে পাকিস্তানও টুর্নামেন্টে অংশগ্রহণ পুনর্বিবেচনা করবে। এমনকি শেষ পর্যন্ত বিশ্বকাপে না খেলার সম্ভাবনা বিবেচনায় রেখে টিম ম্যানেজমেন্টকে বিকল্প পরিকল্পনা তৈরির নির্দেশও দেওয়া হয়েছে।
পিসিবির একটি সূত্র জানিয়েছে, আয়োজক দেশ হওয়ার অজুহাতে কোনো দলের ওপর চাপ বা হুমকি প্রয়োগ করা উচিত নয় এমন নীতিগত অবস্থানেই রয়েছে বোর্ডটি। এর আগে গত ১১ জানুয়ারি পিসিবি জানায়, শ্রীলঙ্কার ভেন্যু পাওয়া না গেলে তারা বাংলাদেশের ম্যাচ আয়োজন করতেও প্রস্তুত।

















