বাংলাদেশী আইডল প্রতিযোগী বান্দরবানের মং কে নাগরিক সংবর্ধনা

Bandarban pic- 7.9.2013

নিজস্ব প্রতিবেদক :

এস এ টিভি আয়োজিত ‘বাংলাদেশী আইডল’ প্রতিযোগী বান্দরবানের ছেলে মংউচিং মংকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের প্রবেশপথ কেরেনীরহাটে, মংউচিং মং পৌছলে তাকে শত শত মোটর সাইকেল ও বিভিন্ন ধরনের যানবাহন নিয়ে মটর শোভাযাত্রা দিয়ে শহরের উদ্দ্যেশে রওনা হয়।

মোটরযাত্রটি পার্বত্য জেলা পরিষদে পৌছলে জেলা পরিষদ চেয়ারম্যান ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব ক্য শৈহ্লা মোটর শোভা যাত্রার নেতৃত্ব দেয়। এসময় পৌর মেয়র জাবেদ রেজা মটর শোভাযাত্রায় উপস্থিত ছিলেন। মোটর শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় রাস্তার দু’পশের জনগন তাকে ফুলেল শুভেচ্ছা জানান। সেও জনগনকে ফুল ও হাত নেড়ে শুভেচ্ছা জানান। এস এ টিভি আয়োজিত ‘বাংলাদেশী আইডল’ প্রতিযোগিতায় প্রতিযোগী মংউচিং মং এখন সেরা ৬ এ অবস্থান করছেন।

বিকালে স্থানীয় রাজার মাঠে পাহাড়ের ছেলের সংবর্ধনা অনুষ্ঠানে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লা, জেলা প্রশাসক কে এম তারিকুল ইসলাম, পুলিশ সুপার দেবদাস ভট্টাচার্য, পৌর মেয়র জাবেদ রেজা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মংউচিং মং এর পক্ষে বেশী বেশী ভোট চান। এসময় সেরা ৮ পর্যন্ত উন্নীত হওয় বান্দরবানের আরেক প্রতিযোগী পঙ্কজ দাশ উপস্থিত ছিলেন।

সংবর্ধনা শেষে মংউচিং মং এর একক কনসার্ট অনুষ্ঠিত হয়। এসময় সে তার জনপ্রিয় গান, ওরে ও কাল ভোমরা….., একটা ছুরি মাইরা কুলস করইরা দিমু এসব গান গেয়ে দর্শকদের আনন্দ দেয়।
এরপর বান্দরবানের আরেক আইডল পঙ্কজ দাশ দর্শকদের গানে গানে মাতিয়ে তুলে। অনুষ্ঠানে মারমা শিল্পী গোষ্ঠিও নাচ-গান পরিবেশন করে।

মংউচিং মং পক্ষে এসএমএস ভোট পাওয়ার ব্যাপারে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা, বান্দরবান পৌরসভা মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী কাজল কান্তি দাশ ও বান্দরবান চেম্বারের সহ-সভাপতি লক্ষ্মীপদ দাশ বিশেষ সহযোগিতা এবং এলাকার বিভিন্নি স্থরের জনসাধান তাকে ভোট দিয়ে সহযোগীতা করে আসছিল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন