parbattanews

বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় ২০ শ্রীলঙ্কান ক্রুসহ ৪টি ফিশিং ট্রলার আটক করেছে নৌবাহিনী

Untitled-2

স্টাফ রিপোর্টার:

বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে মাছ ধরার সময় শ্রীলঙ্কান ২০ জন ক্রুসহ ৪টি ফিশিং ট্রলার আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘আবু বকর’। গত শুক্রবার (১৭-১০-২০১৪) আনুমানিক বিকাল ৫ টায় বিপুল পরিমাণ মাছসহ ট্রলার ও ক্রুদের আটক করা হয়। আটককৃত মাছ ও বোটের আনুমানিক মুল্য প্রায় ২৫ কোটি টাকা।

বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত নিয়মিত ‘অপারেশান্স প্রতিরোধ’ এর আওতায় বানৌজা ‘আবু বকর’ সেন্টমার্টিন্স হতে ১৯০ নটিক্যাল মাইল অদূরে টহলরত থাকাকলীন গভীর সমুদ্রে উক্ত সন্দেহজনক শ্রীলঙ্কান ট্রলারগুলোর গতিরোধ করে। পরবর্তীতে নৌসদস্যরা ট্রলার ৪টি যথাক্রমে এফভি ’সানজানা-২‘, এফভি ’রাজা হাতই-৭‘, এফভি ’চামিন্দা-৬’, এবং এফভি ’কান্তি-১০‘ এ অভিযান চালিয়ে মাছসহ ক্রুদের আটক করে।

আটককৃৃত ট্রলার ও ক্রুদের আজ (২০-১০-২০১৪) টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে। উল্লেখ্য, নৌবাহিনী পরিচালিত নিয়মিত এ অভিযানের ফলে চট্টগ্রামের বহিঃনোঙ্গরসহ গভীর সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও মৎস্য শিকার, ডাকাতি, চোরাচালান ও মানব পাচার অনেকাংশে কমিয়ে আনা সম্ভব হয়েছে।

আটককৃত শ্রীলংকান ট্রলারের মাঝিমাল্লার জানায়, সম্প্রতি হুদহুদের কারনে তারা ভেসে বঙ্গোপসাগরে ঢুকে পড়ে।

 

 

 

Exit mobile version