parbattanews

বাংলাদেশের লক্ষ্য ২৫৫ রান, শুরুতেই আউট লিটন দাস

ঘরের মাঠে বৃষ্টির শঙ্কা নিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলছে বাংলাদেশ। মোস্তাফিজুর রহমান ও খালেদ আহমেদের তোপে বড় সংগ্রহের আগেই থামতে হয়েছে কিউইদের। শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং বেছে ২৫৪ রান করেছে নিউজিল্যান্ড। দলের হয়ে ৬৬ বলে সর্বোচ্চ ৬৮ রান করেন ব্লান্ডেল। ৬১ বলে ৪৯ রান করেন নিকোলস। চতুর্থ উইকেট জুটিতে দুজনে আনেন ৯৫ রান। ১০ ওভার অল করে ৫৩ রানে ২ উইকেট নেন মোস্তাফিজ। হাসান ১০ ওভারে ৪৬ রানে পান ১ উইকেট। অভিষিক্ত খালেদ ৬০ রানে পান ৩ উইকেট। ভালো বল করেছেন অফ স্পিনার শেখ মেহেদী। ১০ ওভারের কোটা পূরণ করে ৪৫ রানে ৩ উইকেট পেয়েছেন তিনি।

এদিকে, ব্যাট হাতে ভালো স্কোর গড়তে পারেননি বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস। ১৬ বল খেলে ৬ রান করে আউট হয়ে যান তিনি। কাইল জেমিসনের বলে রাচিন রবিন্দ্রর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান লিটন। বাংলাদেশের স্কোর তখন ১৯ রান।

এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশের রান ১৩.৪ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৬৯। ৩৯ রান নিয়ে তামিম ইকবাল এবং ৪ রান নিয়ে ব্যাট করছেন হৃদয়।

Exit mobile version