parbattanews

বাংলাদেশের সর্ববৃহৎ যুদ্ধজাহাজ বন্দরে এসে পৌঁছেছে

Somuro Joy Pic

পার্বত্যনিউজ রিপোর্ট:

বাংলাদেশ নৌবাহিনীর সর্ববৃহৎ যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে। জাহাজটি চট্টগ্রাম নৌ জেটিতে পৌঁছালে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব অভ্যর্থনা জানান। এ সময় বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনাসহ অন্যান্য উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইটলসের রায়ে বাংলাদেশের সঙ্গে মায়ানমারের সমুদ্রসীমা বিরোধ নিষ্পত্তির পরিপ্রেক্ষিতে বর্ধিত সমুদ্র এলাকার ন্যায় সঙ্গত অধিকার প্রতিষ্ঠার মুহূর্তকে স্মরণীয় করে রাখতে জাহাজটির নামকরণ করা হয়েছে ‘সমুদ্র জয়’।

জাহাজটি বাংলাদেশ নৌবহরে ৯ম ফ্রিগেট স্কোয়াড্রনে অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩৩১৩ টনের এই জাহাজটি দৈর্ঘে ১১৫ মিটার যা ২টি ডিজেল ইঞ্জিন এবং ২টি গ্যাস টারবাইন দ্বারা প্রায় ২৯ নটিক্যাল মাইল গতিতে চলতে সক্ষম। এতে আধুনিক ক্ষমতাসম্পন্ন জাহাজ বিধ্বংসী কামান রয়েছে, যা অত্যন্ত দক্ষতার সঙ্গে টার্গেটের অবস্থান শনাক্তকরণ ও আঘাত করতে সক্ষম। এছাড়া জাহাজটিতে ডলফিন, ব্ল্যাক হক ও সি হক শ্রেণীর হেলিকপ্টার অবতরণ ও উড্ডয়ন করতে পারবে। জাহাজটি গ্যাস টারবাইন দ্বারা পরিচালিত, যা বাংলাদেশ নৌবাহিনীতে এ ধরনের প্রথম প্রযুক্তি। এই ধরনের জাহাজ উচ্চগতি ও দীর্ঘস্থায়িত্বের জন্য বিশ্বব্যাপী সুপরিচিত। সমুদ্রজয় বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় জাহাজ যা নৌবাহিনীর সার্বিক সক্ষমতা বৃদ্ধি করবে এবং বঙ্গোপসাগরে বাংলাদেশের বিস্তীর্ণ একান্ত অর্থনৈতিক এলাকায় নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। নৌবাহিনীর জাহাজগুলো নতুনভাবে বর্ধিত এই বিশাল সমুদ্র এলাকায় অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান রোধ, গভীর সমুদ্রে উদ্ধার তত্পরতা, মত্স্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষার পাশাপাশি তেল, গ্যাস অনুসন্ধানের জন্য বরাদ্দকৃত ব্লকগুলো অধিকতর নিরাপত্তা নিশ্চিত করবে।

Exit mobile version