parbattanews

বাংলাদেশে ভোটার হওয়া রোহিঙ্গা আটক শুরু

পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা ও দুই জন দালালকে আটক করেছে পুলিশ

বাংলাদেশে ভোটার হওয়া এবং জাতীয় পরিচয়পত্রধারী রোহিঙ্গাদের আটক অভিযান শুরু হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) কক্সবাজার সদর মডেল থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশের ভূয়া জাতীয় পরিচয়পত্রধারী দুই রোহিঙ্গা ও দুই জন দালালকে আটক করেছে। সন্ধায় এক ব্রিফিং এ এই তথ্য জানানো হয়।

এরা হলো নুরুল ইসলাম প্রঃ নুরু (৪২) পিতা- ইউসুপ আলী, মাতা- হোসনে আরা বেগম, এবং মোঃ ইয়াছিন (৩৭) পিতা- মৃত শহর মুল্লুক, মাতা- সাকিনা খাতুন। উভয়সাং- পশ্চিম নতুন বাহারছড়া, কক্সবাজার পৌরসভা, থানা ও জেলা- কক্সবাজার।

এরা দু’জনই বাংলাদেশের ভূয়া জাতীয় পরিচয়পত্রধারী মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা।

পুলিশ ওই দুই রোহিঙ্গা নাগরিককে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে তাদের নিকট থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অবৈধ পন্থায় ভোটার নিবন্ধন প্রক্রিয়ায় জড়িত দালাল চক্রের সক্রিয় দুই সদস্য আবদুল্লাহ (৫৩) পিতা- আবুল হাশেম, মাতা- মৃত ছকিনা খাতুন এবং ওবাইদুল্লাহ (৩৭) পিতা- আবুল হাশেম, মাতা- মৃত সখিনা খাতুনকেও গ্রেপ্তার করে।

এরা দু’জনই টেকনাফ নয়াপাড়া মুছনী রোহিঙ্গা ক্যাম্পের এইচ ব্লকের অধিবাসী।

উপজেলা নির্বাচন অফিসার শিমুল শর্মা, বাদী হয়ে এ ব্যাপারে সদর মডেল থানায় একখানা লিখিত এজাহার দায়ের করেন।

এর ভিত্তিতে কক্সবাজার সদর মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ এর ২২/২৩/৩৫ তৎসহ ভোটার তালিকা নিবন্ধন আইন ২০০৯ এর ১৮/১৯ ধারায় একটি মামলা রুজু করা হয়। মামলা নং-৪১, তারিখ- ১৩/০৯/২০১৯ ইং।

Exit mobile version