parbattanews

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ: দীপংকর তালুকদার এমপি

ছবি: কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাই জল কেলি উৎসব উদ্বোধন করেন দীপংকর তালুকদার এমপি।

বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক চেতনার দেশ বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন, জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার।

তিনি বলেন, এ দেশে বিভিন্ন সম্প্রদায়ের মেল-বন্ধনে উৎসব পালন করা হয়ে থাকে। আসুন আমরা সকল বিভেদ ভুলে দেশের উন্নয়নে কাজ করি।

সোমবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাঙ্গামাটির কাপ্তাই চিংম্রং বৌদ্ধ বিহারে সাংগ্রাই জলকেলী উৎসব উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে রাঙ্গামাটির সাংসদ দীপংকর তালুকদার এসব কথা বলেন।

নববর্ষকে বরণ এবং পুরনো বর্ষকে বিদায় উপলক্ষে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত মারমা সম্প্রদায় সাংগ্রাই জল উৎসব ও সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন করে।

সাংগ্রাই রিলং পোয়ে উদযাপন কমিটির আয়োজনে মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সাংগ্রাই র‍্যালি, আলোচনা সভা ও জলকেলী অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট হ্লাথোয়াই মারমার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই ৫৬ বেঙ্গল অধিনায়ক লে. কর্নেল নুর উল্লাহ জুয়েল, কাপ্তাই ৪১-বিজিবির অধিনায়ক লে. কর্নেল আমীর হোসেন মোল্লা, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানে পার্বত্য জেলার বিভিন্ন সম্প্রদায়ের হাজার, হাজার তরুণ-তরুণী জল উৎসব উপভোগ করে।

 

 

Exit mobile version