বাংলাদেশ গেমসে সাফল্য অর্জনকারী নৌবাহিনীর খেলোয়ারদের সংবর্ধনা দিলেন নৌ প্রধান

 RELEASE COPY

ঢাকা: অষ্টম বাংলাদেশ গেমসে সাফল্য অর্জনকারী বাংলাদেশ নৌবাহিনী সাঁতার, বাস্কেটবল ও এ্যাথলেটিক্স দলকে সংবর্ধনা প্রদান করেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল এম ফরিদ হাবিব। আজ রবিবার বনানীস্থ নৌ সদরদপ্তরে এ সংবর্ধনা দেয়া হয়।

 বাংলাদেশ গেমসে নৌবাহিনীর সাঁতারু দল সর্বমোট ৩৮টি ইভেন্টের মধ্যে ২২টিতে স্বর্ণ জয় করে শ্রেষ্ঠত্ব লাভ করে। প্রতিযোগিতায় মাহফিজুর রহমান  ৫০, ১০০, ২০০ ও ৪০০ মিটার ফ্রি স্টাইলে চারটি নতুন জাতীয় রেকর্ডসহ মোট ০৭ (সাত)টি সোনা জয় করে।

বাংলাদেশ গেমসের বাস্কেটবল প্রতিযোগিতার চুড়ান্ত খেলায় নৌবাহিনী দল সেনাবাহিনীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

এছাড়াও নৌবাহিনী দলের মহিলা সাঁতারু নাজমা খাতুন মোট সাতটি সোনা ও তিনটি রৌপ্য, সোনিয়া আক্তার টুম্পা ১০০ মিটার বাটারফ্লাইয়ে নতুন জাতীয় রেকর্ডসহ মোট ছয়টি সোনা,  মাহফুজা খাতুন শীলা পাঁচটি সোনা, লিমা আক্তার লাকী তিনটি সোনা,  মোঃ অনিক ইসলাম চারটি সোনা, মোঃ শরিফুল ইসলাম ও মোঃ রুবেল রানা তিনটি করে এবং মোঃ নজরুল ইসলাম একটি সোনা জয় করে। সার্বিকভাবে নৌবাহিনী সাঁতারে চ্যাম্পিয়ন দল হওয়ার গৌরব অর্জন করে। এ্যাথলেটিক্সের পোলভোল্টে মোঃ হুমায়ুন কবির, ২০ কিঃ মিঃ হাঁটায় মোঃ রুবেল রানা, উচ্চলাফে মোঃ সজিব হোসেন ও দীর্ঘ লাফে মোঃ আল আমিন একটি করে স্বর্ণপদক লাভ করে।

সংবর্ধনা অনুষ্ঠানে নৌ প্রধান নৌবাহিনী সাঁতার, বাস্কেটবল ও এ্যাথলেটিক্স দলের অসামান্য কৃতিত্বের জন্য সকল খেলোয়াড়, প্রশিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে আরো নিষ্ঠা, পরিশ্রম ও অধ্যাবসায়ের মাধ্যমে ভবিষ্যতে আরো ভালো ফলাফল অর্জন করার ব্যাপারে তিনি সকলকে দিক-নিদের্শনা প্রদান করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সহকারী নৌ প্রধান (পার্সোনেল) কমডোর এম মকবুল হোসেনসহ নৌবাহিনীর উর্ধ¦তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন