parbattanews

বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কাউন্সিল সম্পন্ন: সভাপতি নলেন্দ্র, সাধারণ সম্পাদক বিবিসুৎ

 

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশের ত্রিপুরা জনগোষ্ঠির একমাত্র সামাজিক সংগঠন বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদ-বাত্রিকস‘র ত্রিবার্ষিক কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন হয়েছে। রোববার সকালে খাগড়াছড়ি সদরের মিলনপুরে অবস্থিত বাংলাদেশ ত্রিপুরা কল্যান সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে এ কাউন্সিল সম্পন্ন হয়।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা‘র সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি’র সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা আওয়ামলীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে স্বাগত বক্তব্য রাখেন ত্রিবার্ষিক কাউন্সিল প্রস্তুতি কমিটির আহবায়ক কুবিন্দ্র লাল ত্রিপুরা।

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, সাধারণ সম্পাদক অপূর্ব ত্রিপুরা, সাবেক কেন্দ্রীয় সভাপতি ও উপদেষ্টা মনিন্দ্র কিশোর ত্রিপুরা, উপদেষ্টা রঞ্জিত নারায়ন ত্রিপুরা, সদস্য রত্ন কান্তি রোয়াজা, অমিও কান্তি রোয়াজা, খাগড়াছড়ি আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক কাজল বরণ ত্রিপুরা, অমৃত লাল ত্রিপুরা, হৃদয় কুমার ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, অলেন্দ্র লাল ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা, সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খগেশ্বর ত্রিপুরা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক অমল বিকাশ ত্রিপুরা, চাঁদপুর আঞ্চলিক শাখার যুগ্ন সম্পাদক প্রদীপ ত্রিপুরা, বান্দরবান আঞ্চলিক শাখার সভাপতি ফিলিপ ত্রিপুরা, মাটিরাঙ্গা শাখার মহিলা বিষয়ক সম্পাদক প্রীতিবালা ত্রিপুরা প্রমূখ কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন।

কাউন্সিলে সারাদেশের ১৪টি আঞ্চলিক শাখার প্রায় ৩ শতাধিক ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নলেন্দ্র লাল ত্রিপুরাকে সভাপতি, বিবিসুৎ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং হরিপদ্ম ত্রিপুরাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন।

কাউন্সিলে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন বিরেন্দ্র কিশোর রোয়াজা ও শম্বু কুমার ত্রিপুরা। খাগড়াছড়ি সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রোকেয়া বেগম এতে পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেন।

Exit mobile version