parbattanews

বাংলাদেশ বিমান বাহিনীর জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

Picture

বাংলাদেশ বিমান বাহিনীর ৯২তম জুনিয়র কমান্ড ও স্টাফ কোর্সের সনদ বিতরণ বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে বিমান বাহিনীর কমান্ড এন্ড স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটে (সিএসটিআই) অনুষ্ঠিত হয়। সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন) এয়ার ভাইস মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থেকে প্রশিক্ষণোত্তীর্ণ কর্মকর্তাদের মাঝে সনদপত্র ও ট্রফি বিতরণ করেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১৭ জন এবং ভারতীয় বিমান বাহিনী, শ্রীলংকান বিমান বাহিনী ও রাজকীয় মালয়েশিয়ান বিমান বাহিনীর ০১ জন করে কর্মকর্তা কোর্সে অংশগ্রহণ করেন। কোর্সে সেরা নৈপূণ্যের জন্য ভারতীয় বিমান বাহিনীর স্কোয়াড্রন লীডার সুমিত চৌধুরী “বিমান বাহিনী প্রধানের ট্রফি” লাভ করেন। সহকারী বিমান বাহিনী প্রধান তাঁর ভাষণে এই কোর্সে ছাত্র-অফিসার প্রেরণের জন্য সংশ্লিষ্ট দেশের সরকারকে ধন্যবাদ জানান এবং আশা করেন, ভবিষ্যতেও তারা এ ধরণের অফিসার প্রেরণ অব্যাহত রাখবেন। এর আগে কমান্ড ও স্টাফ ট্রেনিং ইনস্টিটিউটের অধিনায়ক গ্র“প ক্যাপ্টেন খন্দকার সাজ্জাদুর রহিম তার স্বাগত ভাষণে এ প্রতিষ্ঠানে পরিচালিত কোর্সসমূহের উপর সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিমান বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সূত্র: আইএসপিআর

Exit mobile version