parbattanews

বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তিতে বান্দরবানে বর্ণাঢ্য আনন্দ শোভা যাত্রা

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বেতারের ৭৫ বছর পূর্তিতে হিরক জয়ন্তী পালন উপলক্ষে বাংলাদেশ বেতার বান্দরবান কেন্দ্রের উদ্যোগে শহরে সোমবার এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়। বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে জেলা প্রশাসক কে এম তরিকুল ইসলাম শান্তির পায়রা উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন।

এ সময় বাংলাদেশ বেতার বান্দরবানের আঞ্চলিক পরিচালক মোহম্মদ আশরাফ কবির, উপ-বার্তা নিয়ন্ত্রক মোহাম্মদ মোসাদ্দেক হোসেনসহ বাংলাদেশ বেতারের শিল্পী কলা কৌশুলীরা উপস্থিত ছিলেন।

আনন্দ শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শেষ হয়। পাহাড়ী বাঙ্গালী সকল সম্প্রদায়ের নারী পুরুষ বিভিন্ন ব্যানার ফেষ্টুন প্লেকার্ড নিয়ে আনন্দ শোভাযাত্রায় অংশ নেয়।

৭৫ বছর পূর্তিতে হিরক জয়ন্তী উপলক্ষে বান্দরবান বেতারের শিল্পী কলা কৌশুলী ও চট্টগ্রাম থেকে আমন্ত্রিত শিল্পীরা সকাল থেকে রাত পর্যন্ত গানে গানে মাতিয়ে রাখে স্রোতাদের।

Exit mobile version