parbattanews

বাংলাদেশ মধ্যম আয়ের দেশ ঘোষণায় লংগদুতে আনন্দ র‌্যালী ও আলোচনা সভা

লংগদু প্রতিনিধি:

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তোরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে রাঙামাটির লংগদু উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বৃহষ্পতিবার (২২মার্চ) সকালে উপজেলা পরিষদ প্রান্ত থেকে উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে এক আনন্দ র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান সড়ক ঘুরে এসে উপজেলা সন্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোসাদ্দেক মেহেদী ইমামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ মনিরুজ্জামানের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নুরজাহান বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মো. ছদর আমিন। এসময় উপজেলার বিভিন্ন কর্মকর্তা, শিক্ষক, সহ বিভিন্ন শ্রেণী পেশার জনসাধারণ এতে উপস্থিত ছিলেন।

 

Exit mobile version