parbattanews

বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হয়নি

image_1642.bangladesh+myanmar1h

উপজেলা প্রতিনিধি, টেকনাফ :

মিয়ানমারের আরকান রাজ্যে সহিংসতার কারণে ‘বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের’ পূর্ব নির্ধারিত সভা অনুষ্টিত হয়নি। টেকনাফ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ দিদার হোসেন রবিবার বিকালে এ তথ্য নিশ্চিত করে জানান, মিয়ানমারের মংডু টাউনশীপে ‘বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের’ ৮ তম পূর্ব নির্ধারিত সভা ২৪ জানুয়ারী অনুষ্টিত হওয়ার কথা ছিল। কিন্ত মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতার কারণে দ্বি-পক্ষীয় এ সভা হয়নি। তাছাড়া সভার পরবর্তী তারিখও জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১২ সনের ৮জুন মিয়ানমারের আরাকান প্রদেশে রোহিঙ্গা মুসলিম- রাখাইন জাতিগত সংঘাত সহিংস ঘটনার পর থেকে দীর্ঘ প্রায় ১ বছর এই বৈঠক অনুষ্ঠিত হয়নি। এমনকি উক্ত ঘটনার পর টেকনাফ-মংডু সীমান্ত বাণিজ্য, টেকনাফ-মংডু ট্রানজিট পাস এবং ইমিগ্রিশন যাতায়াত বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রায় ১ বছর পর গত ১৮ মে টেকনাফের সী-বীচস্থ ব্যক্তি মালিকানাধীন অভিজাত হোটেল ‘সেন্ট্রাল রিসোর্টে’ ‘বাংলাদেশ-মিয়ানমার বর্ডার ট্রেড জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের ৭ তম সভা অনুষ্টিত হয়েছিল।

তথ্যানূসন্ধানে জানা গেছে, ১ম সভা অনুষ্ঠিত হয়েছিল টেকনাফের সড়ক ও জনপথ বিভাগের রেস্ট হাউজে ১ মে ২০১১। ২য় সভা অনুষ্ঠিত হয়েছিল মায়ানমারের মংডু টাউনশীপে ৭ জুলাই ২০১১। এই সভা দু’টিতে বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেছিলেন তৎকালীন টেকনাফের ইউএনও আ.ন.ম.নাজিম উদ্দিন। ৩য় সভা অনুষ্ঠিত হয়েছিল কক্সবাজার লং-বীচ হোটেলের সম্মেলন কক্ষে ২২ আগস্ট ২০১১। মংডু টাউনশীপে ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছিল ১৮ অক্টোবর ২০১১। কক্সবাজার জেলা প্রশাকের সম্মেলন কক্ষে ১৮ ডিসেম্বর ২০১১ তারিখে ৫ম সভা অনুষ্ঠিত হয়েছিল। আর ২৯ মে ২০১২ মায়ানমারের আকিয়াবে ৬ষ্ঠ সভার পর দীর্ঘ প্রায় ১বছর আর বৈঠক অনুষ্ঠিত হয়নি। শেষোক্ত ৪টি সভায় বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করেন কক্সবাজারের এডিসি জেনারেল।

Exit mobile version