parbattanews

বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়ক হুমকির মুখে

বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক হয়ে নৌবাহিনী সড়কটি ভাঙ্গনের ফলে হুমকির মুখে। যে কোন মুহূর্তে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করেছে স্থানীয় লোকজন । লাগাতার কয়েকদিনের বৃষ্টির কবলে প্রধান সড়কের একপাশে ভাঙ্গন দেখা দেয়। যার ফলে সড়কের একপাশের ভাঙ্গনটি বড় আকার ধারন করে। এ সড়ক দিয়ে প্রতিদিন ভারী যানবাহন চলাচল করছে। পাশাপাশি রয়েছে বিভিন্ন সেনা, নৌ, পুলিশসহ সরকারি-বেসরকারি শিল্প-কারখানা ও শিক্ষাপ্রতিষ্ঠান। সড়কের একপাশ ভাঙ্গনের ফলে ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে। সড়ক বিভাগের এ ভাঙ্গনের বিষয়ে কারো কোন নজরদারী নেই বললেই চলে।

এলাকার সচেতন লোকজন ভাঙ্গনে রাতে বড় ধরনের বিপদের আশঙ্কা জেনে কেউ লাল পাতাকা, গাছের ডাল পাতা ও বালুর বস্তা দিয়ে ভাঙ্গন রোধ করার চেষ্টা করছে।

এদিকে কাপ্তাই ইউনিয়ন আ’লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান জানান, ভাঙ্গন রোধে চট্রগ্রাম সড়ক ও জনপথকে ফোন করা হলে তারা জানান, এটি রাঙামাটি সড়ক ও জনপথের কাজ। রাঙামাটি ফোন করা হলে তারা জানান, এটি চট্রগ্রাম সড়ক ও জনপথের কাজ। আসলে সড়কটি মেরামতের কাজ কার বলে তিনি প্রশ্ন করেন? অতি দ্রুত ভাঙ্গন মেরামত করা না হলে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যাবে। এর ফলে সকল ধরনের কার্যক্রম হুমকির মুখে স্তব্ধ হয়ে পড়বে বলে এলাকার সচেতনমহল আশঙ্কা করছে।

Exit mobile version