parbattanews

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমি ভবন করে দেয়া হবে: এমপি দীপংকর

সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটে একাডেমি ভবন করে দেয়া হবে। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীতে খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি উপরোক্ত বক্তব্যে রাখেন।

শুক্রবার (১৭ মার্চ) বিকাল ৩টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জন্মবার্ষিকী ও শিশু দিবসে প্রধান অতিথি দীপংকর তালুকদার, এমপি কেক কাটেন এবং আলোচনা সভায় বক্তব্য রাখেন।

প্রকৌশলী ফজলুল বারী চৌধুরী (সাধারণ সম্পাদক, সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম) এর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন প্রকৌশলী আহমেদ কামাল চৌধুরী (সভাপতি প্রাক্তন সুইডিশ ছাত্র-ছাত্রী পরিষদ, চট্রগ্রাম)। প্রধান আলোচক ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী অংসুইছাইন চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রকৌশলী মোহাম্মদ তাজুল ইসলাম, জহিরুল ইসলাম (সাবেক অধ্যক্ষ, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম), প্রকৌশলী নূরুল ইসলাম নূরু (উপদেষ্টা, সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম), প্রকৌশলী খন্দকার মনির আহমদ (মহাসচিব, সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম), প্রকৌশলী মাহফুজুর রহমান গেল্লা (উপদেষ্টা, সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম), প্রকৌশলী শেখ মোহাম্মদ জসিম উদ্দিন (সহ-সভাপতি, সুইডেন বাংলাদেশ ইনস্টিটিউট প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ, চট্টগ্রাম)।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার রুমন দে, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফ।

দীপংকর তালুকদার এমপি পরে সুইডিশিয়ানদের প্রবাহ ম্যাগাজিন মোড়ক উম্মোচিত করেন। এর আগে সকাল থেকে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের আনন্দ শোভাযাত্রা, স্মৃতিচারণ বিনামূল্য রক্তদান, চক্ষু শিবিরসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। পুনর্মিলনীতে দেশ-বিদেশ থেকে প্রায় ২ হাজার বর্তমান প্রাক্তন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

Exit mobile version