parbattanews

বাংলালিংক প্রিয়জন গ্রাহকদের ২ হাজার টাকায় হেলথ চেক আপ সেবা

বাংলালিংক

প্রেস বিজ্ঞপ্তি:

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম অপারেটর বাংলালিংক ৭ এপ্রিল থেকে ৬ মে ২০১৬ পর্যন্ত মাত্র ২হাজার টাকায় প্রিয়জন গ্রাহকদের জন্য নির্দিষ্ট হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে হেলথ চেক আপ সেবা পাবে। স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে ঢাকায় প্রেসক্রিপশন পয়েন্ট, শাহাবুদ্দিন মেডিক্যাল কলেজ এন্ড হসপিটাল, হেলথ এন্ড হোপ স্পেশালাইজড হসপিটাল এবং ডিজিল্যাব মেডিক্যাল সার্ভিসেস লিমিটেড।

সিলেটে নূরজাহান হাসপাতাল লিমিটেড। চট্টগ্রামে মেট্রো ডায়াগনস্টিক সেন্টার। বরিশালে সাউথ অ্যাপোলো ডায়াগনস্টিক কমপ্লেক্স (প্রা:) লিমিটেড। রাজশাহীতে আমানা হাসপাতাল লিমিটেড। খুলনায় গাজী মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল লিমিটেড। হেলথ চেক আপ অফারটি পেতে প্রিয়জন গ্রাহককে ‘Health’ লিখে ২০১২ নম্বরে এসএমএস করতে হবে। রিপ্লাই মেসেজের মাধ্যমে গ্রাহককে তার সেবা পাবার অবস্থান সম্পর্কে জানানো হবে। বাংলালিংকের হেড অফ কাস্টমার বেস ম্যানেজমেন্ট- বিটুসি, মার্কেটিং মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, আমাদের গ্রাহকদের জন্য নতুন কিছু আনতে সব সময় চেষ্টা করে থাকি। এই হেলথ চেক আপ অফারের মাধ্যমে আমাদের সম্মানীত গ্রাহকরা তাদের প্রয়োজনীয় মেডিক্যাল পরীক্ষাসমূহের মাধ্যমে তাদের শারীরিক সুস্থতার ব্যাপারে আরো বিশদ জানতে পারবেন এবং নিজেদের আরো যত্ন নিতে পারবেন।

Exit mobile version