parbattanews

বাইশারীতে অবৈধ করাত কল জব্দ

timthumb

বাইশারী প্রতিনিধি :
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে হোটেল-রেস্তোরায় বাসি খাবার বিক্রির দায়ে এবং মোদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে পাঁচ হাজার সাতশত টাকা জরিমানা আদায় করেছেন। তাছাড়া বৈধ কাগজপত্র না থাকায় একটি করাত কলও জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

২২ ফেব্রুয়ারী বুধবার বেলা বারটার সময় বাইশারী বাজারে এ অভিযান পরিচালনা কর হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম সরওয়ার কামাল বলেন, হোটেলে বাসি খাবার, মোদি দোকানে মেয়াদ উত্তীর্ণ মালামাল ও ষ্টোরগুলোতে ট্রেড লাইসেন্স না থাকায় জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, প্রথমবারের মত তাদের সতর্ক করা হলো। এতে সংশোধন না হলে আগামীতে আরো বড় ধরনের শাস্তি দেওয়া হবে।

এছাড়া উপজেলার বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী এলাকায় বেলা সাড়ে এগারটার সময় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে সাবেক চেয়ারম্যান ফারুক আহমদের অবৈধ করাত কল জব্দ করা হয়।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল জানান, কোন ধরনের বৈধ কাগজপত্র তার কাছে না থাকায় করাত কলটি জব্দ করা হয়েছে।

Exit mobile version