parbattanews

বাইশারীতে খালের পানিতে ডুবে এক শিশুর করুন মৃত্যু

1010 copy
নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
পার্বত্য বান্দরবান জেলার বাইশারীতে খালের পানিতে ডুবে প্রথম শ্রেণীতে পড়ুয়া রিয়াজ উদ্দীন(৭) নামের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে ৭ মে বেলা ১১ টার সময় বাইশারী ইউনিয়নের পূর্ব বাইশারী গ্রামের ফাঁরির খাল নামক স্থানে।

প্রত্যক্ষদর্শী মৃত রিয়াজ উদ্দীন (৭) এর পিতা সুলতান আহমদ বলেন, বাড়ীর পার্শ্ববর্তী খালে প্রচণ্ড গরমে অন্যান্য শিশুদের ন্যায় তার শিশু সন্তানটিও পানিতে খেলছিল। এসময় গভীর পানিতে পড়ে শিশুটি নিখোঁজ হওয়ার পর পর অন্যান্য শিশুরা শৌর চিৎকার শুরু করলে পিতা সুলতান আহমদ সহ এলাকার লোকজন গিয়ে খালের গভীর পানিতে খোঁজা খোঁজির এক পর্যায়ে শিশুটিকে তুলে স্থানীয় বাইশারী বাজারে নিয়ে আসার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা নিশ্চিত করেন। এছাড়া বাইশারী ইউপি চেয়ারম্যান মনিরুল হক ঘটনাস্থলে ছুটে যান এবং নিহত পরিবারের পিতা মাতাকে সমবেদনা জ্ঞাপন করেন। ৭ মে বিকাল ৫টার সময় নিহত শিশুটির জানাযা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।

Exit mobile version