parbattanews

বাইশারীতে খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে পার্বত্যমন্ত্রীর পক্ষ থেকে খাদ্যশস্য 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পার্বত্যমন্ত্রী বাবু বীর বাহাদুরের পক্ষ থেকে বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি অসচ্ছল পরিবারের ঘরে ঘরে খাদ্যশস্য পৌঁছে দিলেন নিজেই।

২৮ মার্চ (শনিবার) বিকাল সাড়ে ৪টায় ইউনিয়ন পরিষদের সদস্য, সদস্যা ও চৌকিদারদের সাথে নিয়ে এই কার্যক্রম শুরু করেন।

বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, পার্বত্যচট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বাবু বীর বাহাদুর এমপি মহোদয়ের পক্ষ থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ড়ের অসচ্ছল ২৬০ পরিবারের মাঝে পরিষদের সদস্যরা খাদ্যশস্য পৌঁছে দিবে।

আজ এরই অংশ হিসেবে আমি পরিষদ সদস্য ও চৌকিদারদের নিয়ে কয়েকটি দলে বিভক্ত হয়ে দক্ষিণ বাইশারী, উত্তর বাইশারী , হলুদিয়াশিয়া গ্রামে খাদ্যশস্য পৌঁছে দেওয়া হয়েছে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোভাইরাসের কারণে খেটে খাওয়া মানুষের প্রতিটি ঘরে ঘরে খাদ্য পৌঁছে যাবে। কেউ যেন না খেয়ে না থাকে। তিনি সকলকে সচেতন ও এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার আহ্বান জানান।

Exit mobile version