parbattanews

বাইশারীতে ছাত্রলীগের উদ্যোগে সাবান, মাস্ক, লিফলেট বিতরণ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে করোনাভাইরাস প্রতিরোধে ছাত্রলীগের উদ্যোগে সাবান, মাস্ক, লিফলেট বিতরণ, জীবানুনাশক স্প্রে প্রয়োগ ও পাচটি পানির পাইপ উদ্বোধন করা হয়েছে।

২৮ মার্চ বিকাল পৌনে ৫টায় উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা উপস্থিত থেকে এসব কার্যক্রম উদ্বোধন করা হয়।

এসময় ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, সাধারণ সম্পাদক হ্লাথোয়াইচিং মার্মা, সাংগঠনিক সম্পাদক শাহজালাল, কলেজ ছাত্রলীগ সভাপতি আনিছুর রহমান সহ নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

বিকাল পৌনে ৫টার সময় ছাত্রলীগের সদস্যরা সভাপতির নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে হাত ধোয়া, স্প্রে মেশিন দিয়ে জীবানু নাশক ছিটানো হয়েছে বাইশারী বাজারের অলিগলি, ড্রেন, নালা নর্দমা ও দোকান পাটে।

এছাড়া হাত ধোয়ার ৫টি পয়েন্টে শাবান দেওয়া হয়। যাতে করে বাজারে আগত লোকজন হাত মুখ ধোয়ে জীবানু ধ্বংস করতে পারেন। ছাত্রলীগের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান বাজার সভাপতি জাহাংগীর আলম বাহাদুর সহ ব্যবসায়ী ও পথ চারীরা।

ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন জানান, বান্দরবন জেলা ছাত্রলীগ সভাপতির নির্দেশনা অনুযায়ী এসব কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। আগামীতে ও আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Exit mobile version