parbattanews

বাইশারীতে জাহাঙ্গীর গ্রুপের প্রধান জনতার হাতে ধৃত

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি-রামুর আতংক জাহাঙ্গীর গ্রুপের  প্রধান জাহাঙ্গীর অবশেষে জনতার হাতে ধৃত হয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। জাহাঙ্গীর (২৫) রামুর বড়বিল এলাকার আমির হোসেনের পুত্র। শুক্রবার (৩০জুন) ভোরে নাইক্ষ্যংছড়ির বাইশারী সীমান্তের রামু উপজেলার গহীন অরণ্য হাতিমারা এলাকা থেকে স্থানীয় জনতা কর্তৃক ধৃত হয়। পরে ধৃত জাহাঙ্গীরকে বাইশারী তদন্ত কেন্দ্রে সোপর্দ করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি-রামু থানায় নারী-শিশু নির্যাতন, ডাকাতি, অপহরণসহ একাধিক মামলা রয়েছে এবং দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল।

নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচ এম তৌহিদ কবির জানান, আটক জাহাঙ্গীর নাইক্ষ্যংছড়ি থানার জিআর- ৩৪/২০০৮ইং মামলায় ৭ বছরের সাজা প্রাপ্ত আসামী। এই রিপোর্ট লিখা ও পাঠানো পর্যন্ত জনতার হাতে ধৃত জাহাঙ্গীর বাইশারী তদন্ত কেন্দ্রে পুলিশ হেফাজতে ছিল।

Exit mobile version