parbattanews

বাইশারীতে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ মেট্রিক টন চাউল বিতরণ

Untitled-1 copy

আব্দুল হামিদ:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জেলা প্রশাসনের উদ্যোগে পানিবন্দি মানুষের মাঝে ৩ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হকের উপস্থিতিতে এসব চাউল বিতরণ করা হয়। বাইশারী ইউনিয়নে ৩শ’ পরিবারের মাঝে ১০ কেজি করে ৩ মেট্রিক টন চাউল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য নুরুল আজিম, মহিলা ইউপি সদস্যা আয়েশা ছিদ্দিকা ,সেলিনা আক্তার বেবী, থোয়াই ছা প্রু মার্মা,রমজান আলম, পরিষদ সচিব রাজু প্রমুখ।

পরিষদ চেয়ারম্যান মনিরুল হক বলেন, জেলা প্রশাসক মিজানুর রহমানের নির্দেশে উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু শাফায়েত মোহাম্মদ শাহেদুল ইসলামের সমন্বয়ে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে এই বরাদ্দ দেওয়া হয়।

উক্ত চাউল বিতরণে ট্যাক অফিসারের দায়িত্বপালন করেন, বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোছাইন।

Exit mobile version