parbattanews

বাইশারীতে ‘নারী নেতৃত্ব বিষয়ক’ কর্মশালা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচী নারী নেতৃত্ব বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সকাল ১০ টায় ইউনিয়নের দক্ষিণ হলুদিয়াশিয়া পাড়া কেন্দ্রে অনুষ্ঠিত কর্মশালায় ৩০টি পাড়া কেন্দ্রের পাড়াকর্মী ছাড়াও পরিচালনা কমিটির মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন।

এতে আরো উপস্থিত ছিলেন, তুফান আলী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক চাইহ্লাউ চাক, নারিচবুনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা আসমাউল হুসনা, বাইশারী ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড মহিলা সদস্যা সেলিনা আক্তার বেবি, সাংবাদিক মুফিজুর রহমান, চৌধুরী ইয়াহিয়া, এফএম উসমান সরওয়ার, সিনিয়র পাড়া কর্মী নিগার সোলতানা, সিনিয়র পাড়াকর্মী মনোয়ারা বেগম, সিনিয়র পাড়াকর্মী অংমাচিং চাক সহ গণ্যমান্য ব্যক্তিরা।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় এন.জেড একতা মহিলা সমিতির স্কুল ফিডিং প্রোগ্রামের প্রকল্প কো-অর্ডিনেটর মোঃ আবুল হোসেন সুমন, ডাটা এন্ট্রি অফিসার দিদারুল আলম ও এফএম আব্দুর রশিদ প্রশিক্ষক হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে ৪টি বিষয়ের উপর পর্যালোচনা করেন।

বিষয় গুলো হলো- (১) স্কুল ম্যানেজমেন্ট কমিটিতে নারী সদস্যের নেতৃত্বে উন্নয়ন (২) কমিউনিটি মবিলাজেশন নির্দেশিকা (৩) পার্বত্য অঞ্চলের পাড়া কেন্দ্রে শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচী বাস্তবায়ন (৪) বিদ্যালয়ের আঙ্গিনায় সবজি বাগান স্থাপন করা। এছাড়াও দিনব্যাপী আলোচনায় শিক্ষার উপর বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Exit mobile version