parbattanews

বাইশারীতে নির্বিঘ্নে চলছে পাহাড় কাটার উৎসব!

Untitled-1 copy

বাইশারী প্রতিনিধি:
পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে নির্বিঘ্নে চলছে পাহাড় কাটা। দিনের পর দিন পাহাড় কাটার ফলে হুমকির সম্মুখীন হচ্ছে পরিবেশ ।পরিবেশের এই প্রাকৃতিক উপাদান পাহাড় কাটায় ব্যবহার হচ্ছে ডেম্পার নামক একটি গাড়ি । উচু পাহাড় কেটে সমান করাই ডেম্পারের কাজ।

সরেজমিনে দেখা যায়, বাইশারী বাজার হতে উত্তর বাইশারী আদর্শ গ্রাম রোডের গলা চিরা নামক স্থানে চলছে নির্বিঘ্নে পাহাড় কাটা ।

এই ব্যাপারে উত্তর বাইশারী এলাকার প্রবীণ ব্যক্তি আলি আহমদ জানান, কিছু দিন পূর্বে উত্তর বাইশারী হাসপাতাল রোডে পাহাড় কাটলে পুলিশ এসে পাহাড় কাটা বন্ধ করে দেয় । কিন্তু কিছু দিন না যেতেই আবারও আইনের তোয়াক্কা না করে ঐ ডেম্পার গাড়ি দিয়ে চলছে বাইশারী বাজার হতে উত্তর বাইশারী আদর্শ গ্রাম রোডের গলা চিরা নামক স্থানে পাহাড় কাটা ।

জানা যায়, এই সব পাহাড় কাটায় পরিবেশ অধিদপ্তরের কোন অনুমোদন নাই। এই ব্যাপারে এলাকার সুশীল সমাজ দ্রুত পাহাড় কাটা বন্ধসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

Exit mobile version