parbattanews

বাইশারীতে বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিলেন চেয়ারম্যান

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৭ নং পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানী।

শনিবার (২০ জুন) দিনব্যাপী স্থানীয় ইউপি সদস্য মো. নুরুল আজিম মেম্বার কে সাথে নিয়ে অসুস্থ শরীর নিয়ে দক্ষিণ বাইশারী, মধ্যম বাইশারী, পশ্চিম বাইশারী, মারমা পাড়া‘সহ বিভিন্ন গ্রাম ঘুরে পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণ পৌঁছে দিয়ে আবারে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

বিগত এপ্রিল মাসে করোনাভাইরাস প্রতিরোধ এর লক্ষে ভিজিডির চাউল মাথায় করে নিয়ে উপকার ভোগিদের বাড়ি বাড়ি পৌঁছে দিয়ে আরো একবার জনগনের মাঝে নজির স্থাপন করেছিলেন। সেদিন থেকে বাইশারীবাসী তাকে মানবতার ফেরীওয়ালা বলে ডাকে।

গত ৩ দিনের টানা বর্ষণে বাইশারী ইউনিয়নের প্রায় ৫ গ্রামের ৩ শতাধিক পরিবারের ঘর-বাড়ি পানিতে তলিয়ে যায়। ওই দিন রাতেই তিনি ৪টি গ্রামে আশ্রয় কেন্দ্র খুলে খাবারের ব্যবস্থা করে দেন।

শনিবার সরজমিনে চেয়ারম্যান পরিদর্শন করে প্রায় ১১০ পরিবারের মাঝে চাউল বিতরণ করেন।

চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন আমি সর্বদা এই পরিষদ কে দুর্নীতি মুক্ত রাখতে চাই। ইনশাআল্লাহ এই পর্যন্ত কোন ধরনের দুর্নীতি, স্বজনপ্রীতি, আত্বীয় করন এই পরিষদে হয়নাই।
তারপরও যদি আমার পেছনে লেগে থাকেন তাহলে আমি আর কি করতে পারব।

তিনি পরিষদ বর্গদের পাশাপাশি সকলকে এই দুর্যোগময় মুহুর্তে পাশে দাঁড়ানার আহ্বান

Exit mobile version