parbattanews

বাইশারীতে বিসিএইচআরডি তদন্ত টিম

IMG_3551

বাইশারী প্রতিনিধি:

পার্বত্য জেলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বৌদ্ধ ভিক্ষু হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন বাংলাদেশ সেন্ট্রাল ফর হিউম্যান রাইড এন্ড ডেভেলপমেন্ট (বিসিএইচআরডি)।

গত শনিবার ১১ই জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত তদন্ত টিম হত্যাকাণ্ডের ঘটনাস্থল বাইশারী উপর চাকপাড়া বৌদ্ধ বিহার এলাকা এবং প্রত্যক্ষদর্শী এলাকাবাসী, নিকটতম আত্বীয়স্বজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময়সহ নানা ধরনের জিজ্ঞাসাবাদ করেন।

তদন্ত প্রধান হিসাবে উপস্থিত বাংলাদেশ মাইনরটি ওয়অচ হিইম্যান রাইটস-এর প্রেসিডেন্ট বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী রবিন্দ্র ঘোষ। বিশেষ অতিথি ছিলেন মানবধিকার সংস্থার এক্সিউটিব ডাইরেক্টর মো. মাহবুল হক মাহাবুব, মানবধিকার সংস্থা জেলা সভাপতি চঞ্চল দাস গুপ্ত।

এছাড়াও উপস্থিত ছিলেন, সাংবাদিক আব্দুল হামিদ, সাংবাদিক মুফিজুর রহমান, বাইশারী তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ সোলামাইন ভূইয়া। উপজাতীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য থোয়াইছাহ্লা চাক, মাস্টার রবিন চাক, মাস্টার ধুংছাউ চাকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

তদন্ত টিম পরিদর্শন শেষে পরিবারের সদস্যদের সাথে দেখা করেন এবং বৌদ্ধ ভিক্ষুর প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। পিতার সুষ্ট বিচার দাবির কথা তুলে ধরেন নিহতের ছেলে মেয়েরা। অহেতুক যাতে কেউ হয়রানী না হয় সে দিকে লক্ষ্য রাখার আহ্বান জানান তারা।

Exit mobile version