parbattanews

বাইশারীতে মীনা দিবস পালিত

news baishari

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে মীনা দিবস ‘১৫ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার সকাল ১০টার সময় ইউনিয়নের উত্তর বাইশারী পাড়া কেন্দ্র -২ এ কিশোর কিশোরীদের নিয়ে এক আলোচনার সভার আয়োজন করা হয়।

জনসম্পৃক্ততায় সামাজিক ও আচরণগত অভ্যাস পরিবর্তন প্রকল্প (সিফরডি) আয়োজনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ও গ্রাম উন্নয়ন সংগঠন (গ্রাউস) এর বাস্তবায়নে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিয়ন ফ্যাসিলিটেটর লক্ষী তংচংগ্যা।

এসএমসি সভাপতি জলিলুর রহমানের সভাপতিত্বে মীনা দিবস উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাংবাদিক আব্দুল হামিদ।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইউপি সদস্যা আয়েশা ছিদ্দিকা, সিনিয়র পাড়া কর্মী উমা চিং চাক, সিফরডি প্রকল্পের ইউ এফ মং এ থোয়াই মার্মা ও উত্তর বাইশারী পাড়া কর্মী মনোয়ারা বেগম প্রমুখ। আলোচনা সভায় কয়েক শত কিশোর কিশোরী উপস্থিত ছিল।

Exit mobile version