parbattanews

বাইশারীতে যাথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

4

বাইশারী প্রতিনিধি:

পার্বত্য বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে যথাযোগ্য মর্যাদায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের উদ্যোগে রাত ১২টা ১ মিনিটে তোপধ্বনির মধ্য দিয়ে স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮ টা ৪৫ মিনিটে বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও স্ব স্ব অঙ্গ সংগঠনের দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়।

এছাড়াও মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন, বাইশারী উচ্চ বিদ্যালয়, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা, বাইশারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাইশারী মডেল কেজি স্কুল, সামাজিক সংগঠন, বিভিন্ন রাজনৈতিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা।

বিকাল ৪টায় বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বীর শহীদদের স্মরণে এক আলোচনা সভা আহবায়ক জাহাঙ্গীর আলম বাহাদুরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাইশারী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আলম, সদস্য সচিব মংথোয়াইল মার্মা, সাবেক চেয়ারম্যান জালাল আহমদ, শাহাব উদ্দীন, ডাক্তার হাশেম সরওয়ার, সাবেক সভাপতি নুরুচ্ছফা, ডাক্তার আলী আহমদ, যুবলীগ সাধারণ সম্পাদক আবু জাফর, যুবলীগ নেতা আবুল কালাম, স্বেচ্চা সেবকলীগ সভাপতি বাবুল হোসেন, কৃষক লীগ সভাপতি ইউসুফ জালাল, শ্রমিক লীগ সভাপতি বাচা মিয়া, মাওলানা আব্দুর রহিম, ছাত্রলীগ সভাপতি মো. শাহীন প্রমূখ।

অনুষ্ঠানে বীর শহীদদের স্মৃতিচারণ এবং শহীদদের বিদেহী আত্মার শান্তি কমনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ।

অপরদিকে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাইশারী বাজারস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ৮টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

সকাল ৯টায় বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ নুর কারবারীর নেতৃত্বে ছাত্রদল, যুবদল, কৃষক দল, শ্রমিক দল, স্বেচ্ছা সেবক দলসহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা এক বিশাল র‌্যালি সহকারে স্থানীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনার প্রাঙ্গণে সিনিয়র সহ-সভাপতি ছৈয়দ নুর কারবারীর সভাপতিত্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

এতে বক্তব্য রাখেন, ছাত্রদল সভাপতি জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুর রহমান, স্বেচ্ছা সেবকদল সভাপতি আব্দুর রশিদ, শ্রমিকদল সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমূখ।

Exit mobile version