parbattanews

বাইশারীতে রাবার গুদামে অগ্নিকাণ্ডে ১৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি, আহত ৫

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে রাবার গুদামে অগ্নিকাণ্ডে প্রায় ১২ লাখ টাকার ৮ মেট্রিক টন রাবারসহ আরো ৫ লাখ টাকার অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আগুন নিভাতে গিয়ে স্থানীয় ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার সময় বাইশারী ইউনিয়নের উত্তর বাইশারী গ্রামের বাসিন্দা মো. মোশাররফ আলীর ছেলে আমিনুল হাকিমের বসত বাড়ীর পার্শ্ববর্তী রাবার গুদামে এ ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন রাবার গুদামের মাালিক আমিনুল হাকিম।

আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। এ ঘটনায় আহতদের বাইশারী বাজারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী আমিনুল হাকিমের স্ত্রী জানান, হঠাৎ দেখতে পাই রাবার গুদাম ঘর থেকে ধোয়া উড়ছে। তিনি বিষয়টি আশপাশের লোকজনকে জানাতে গিয়ে ফিরে আসার আগ মুহূর্তে রাবার গুদামে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ১ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গুদামঘরে রক্ষিত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুঁটে আসেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি ও বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

এছাড়াও আশপাশের কয়েকশো লোকজন আগুন নিভানোর জন্য ছুটে আসায় অনেক ঘরবাড়ি রক্ষা পায় বলে স্থানীয় ইউপি সদস্য নুরুল কবির জানান।

রাবার গুদামের মালিক আমিনুল হাকিম জানান, রাবারের ধুম ঘর থেকে আগুনের সুত্রপাত হয়েছে। সব কিছু পুড়ে গিয়ে তিনি সর্বশান্ত হয়েছে। ক্ষতি কি আদৌ পুষিয়ে উঠতে পারবে! এ কথা বলে কান্নায় ভেঙে পড়েন।

Exit mobile version