parbattanews

বাইশারীতে ১৮শ পরিবার পেল ইউএনডিপির ত্রাণ সামগ্রী

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে করোনা দুর্যোগে কর্মহীন হয়ে পড়া শ্রমজীবী অসহায় দুস্থ ১৮শ পরিবার পেল ইউএনডিপি’র ত্রাণ সহায়তা।

বৃহস্পতিবার (৩সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এর অর্থায়নে উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদ ভবনে এসব ত্রাণ সামগ্রী পাহাড়ি-বাঙ্গলি অসহায় দুস্থ নারী-পুরুষের মাঝে বিতরণ করা হয়।

প্রধান অতিথি হিসেবে ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংহ্লাওয়ে মার্মা, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানি, বিশেষ অতিথি ছিলেন. ইউএনডিপি বান্দরবান জেলার দায়িত্বপ্রাপ্ত ব্যবস্থাপক (জেলা ম্যানেজার) খুশিরায় ত্রিপুরা, লামা, আলীকদম’র প্রোগ্রাম অফিসার গোলাম মোস্তাফা কামাল, উপজেলা ফ্যাসিলিটের সেলিম উদ্দিন, উপজেলা কো-অর্ডিনেটর মো. সাদ্দামসহ ইউএনডিপির প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইউএনডিপির অর্থায়নে উপজেলার ৫ ইউনিয়নে ৯ হাজার ২ শত ৬২ জন দরিদ্র ও অসহায় পাহাড়ি-বাঙ্গালীদের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণের অংশ হিসাবে আজ বাইশারী ইউনিয়নের ১৮শ পরিবারের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রীর প্রতিটি প্যাকেটের মধ্যে ১৫ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি পেয়াঁজ, ২টি সাবান, ১লিটার সয়াবিন তৈল, ৭ প্রকারের ফলদ বীজসহ মাস্ক রয়েছে।

Exit mobile version