parbattanews

বাইশারীতে ৪০ অসহায় পরিবারের মাঝে ১১ বিজিবির খাদ্য সামগ্রী বিতরণ

বান্দরবানের বাইশারীতে নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবির পক্ষ থেকে করোনাভাইরাস প্রতিরোধে খেটে খাওয়া অসহায় কর্মহীন ৪০ পরিবারের মাছে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকাল ১১টার সময় ইউনিয়নের প্রত্যন্ত এলাকা ৮নং ওয়ার্ড শিয়া পাড়া, ৯নং ওয়ার্ড যৌথ খামার পাড়া এবং রাজঘাট এলাকায় এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন ১১ বিজিবির সুবেদার ওয়াহিদুল ইসলাম‘সহ বিজিবি সদস্যরা।

সুবেদার ওয়াহিদুল ইসলাম বলেন, নাইক্ষ্যংছড়ির ১১ বিজিবির অধিনায়ক ও জোন কমান্ডার লে. কর্নেল আসাদুজ্জামান স্যারের নির্দেশনা অনুযায়ী অসহায়দের মাঝে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, ডাউল, তৈল, লবণ, পিয়াজ, আলু, সাবান।

১১ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান বলেন, বিজিবি সীমান্ত রক্ষার পাশাপাশি আর্ত মানবতার সেবায় দীর্ঘকাল যাবত কাজ করে আসছে। যেমন অসহায়দের ত্রাণ সামগ্রী , চিকিৎসা সেবা, শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ, রাস্তাঘাট মেরামতসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে। আগামীতেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

Exit mobile version