parbattanews

বাইশারীতে ৫৭০ পরিবারের মাঝে ভিজিডির চাউল বিতরণ শুরু

IMG_4546 copy

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ৫৭০ পরিবারের মাঝে ভিজিডির চাউল বিতরণ শুরু করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এসব চাউল বিতরণ করা হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে ৫৭০ পরিবারের মাঝে জুলাই ও আগষ্ট মাসে জনপ্রতি ৬০ কেজি করে চাউল বিতরণ করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদ সচিব আবু হানিফ রাজু।

এ সময় উপস্থিত ছিলেন বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি। এতে আরো উপস্থিত ছিলেন ইউপি সদস্য আবু তাহের, নুরুল আজিম, আব্দুর রহিম, আনোয়ার সাদেক, নুরুল আজিম, মহিলা ইউপি সদস্যা ছাবেকুন্নাহার, সেলিনা আক্তার বেবি প্রমুখ।

পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, তারা দায়িত্ব নেওয়ার পর দুই মাসের ভিজিডি চাউল বিতরণের মাধ্যমে এই প্রথম তাদের দায়িত্ব পালন করা শুরু করল।

Exit mobile version