বাইশারীর অর্ধশতাধিক ঘরে বিদ্যুৎ সংযোগ

বাইশারী প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নের দক্ষিণ বাইশারী গ্রামে- অর্ধশতাধিক ঘরে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকেলে শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগানে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অধ্যাপক মো. শফিউল্লাহ।

অনুষ্ঠানে স্থানীয় হেডম্যান মংছানু চাকের সভাপতিত্বে ও নুরুল আলমের প্রানবন্ত পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন- কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমীতির ঈদগাঁও শাখার এজিএম শহীদুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান  মংহ্লাওয়াই মার্মা, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলম ও বাইশারী পুলিশ তদন্তকেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মাঈনুদ্দিন।

কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমীতির ঈদগাঁও শাখার এজিএম শহীদুল আলম বলেন, ৪৭ লাখ টাকার এই প্রকল্পের আওতায় এতদঅঞ্চলের ৬০টি ঘর বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সুবিধা পৌঁছে দেওয়া হবে। এ ব্যপারে বর্তমান সরকার খুবই আন্তরিক বলেও জানান তিনি।

উল্লেখ্য: ২০১৬ সালে নাইক্ষ্যংছড়ির বাইশারী ইউনিয়নে প্রথম ধাপে করলিয়ামুড়া, বাইশারী বাজার, হলদ্যাশিয়া, রাবার বাগান কার্যালয় এলাকা ও দক্ষিণ করলিয়ামুড়া এলাকা বিদ্যুতের আওতায় আসে। এবার দ্বিতীয় ধাপে দক্ষিণ বাইশারী গ্রামের মানুষ বিদ্যুৎ পেল।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন