parbattanews

বাইশারীর বন্যাদুর্গত এলাকায় মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের বন্যাদুর্গত এলাকায় মোবাইল হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) সকালে ইউনিয়নের থুইহ্লাঅং পাড়ায় দিনব্যাপী এই মোবাইল হেলথ ক্যাম্পের আয়োজন করা হয়।

স্বাস্থ্য বিভাগ বান্দরবানের সার্বিক ব্যবস্থাপনায়, জাতিসংঘ জনস্বাস্থ্য তহবিলের সহযোগিতায় এবং এনজিও সংস্থা গ্রিন হিলের বাস্তবায়নে মোবাইল হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন নাইক্ষংছড়ি সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার আবুল মনজুর, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার তপন বড়ুয়া, মিড ওয়াইফ (নার্স) মরিয়মসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য সদস্যরা।

দিনব্যাপী মোবাইল হেলথ ক্যাম্পে চিকিৎসা সেবার আওতায় রয়েছে মাতৃ স্বাস্থ্য ও প্রজনন, স্বাস্থ্য সেবা, জরায়ু ক্যান্সার টেস্ট, (ভায়া টেস্ট) এবং গর্ভবতী মহিলাদের চিকিৎসা সেবা।

স্থানীয় বাসিন্দারা এই চিকিৎসা সেবা পেয়ে মহা খুশি বলে জানালেন ইউপি সদস্য উবাচিং মার্মা। আগামীতে ও এই ফ্রি চিকিৎসা সেবা চালু রাখার দাবি জানান সেবা নিতে আসা জামাউ মার্মা।

Exit mobile version