parbattanews

বাইশারী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়ুয়া প্রেমিক যুগল উধাও

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয়ের দশম শেণিতে পড়ুয়া এক প্রেমিক যুগল উধাও হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার রাত আনুমানিক ৮টার দিকে ঘটনাটি ঘটেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাইশারী উচ্চ বিদ্যালয়ে পড়ুয়া মধ্যম বাইশারী গ্রামের ইউপি সদস্য মো. নুরুল আজিমের পুত্র সায়েদ মোহাম্মদ ওয়াজেদ ওরফে রোকন (১৬) এবং একই গ্রামের আব্দুল আলীম সওদাগরের প্রথম কন্যা হুমাইয়া ইয়াছমিন ওরফে লক্ষ্মী (১৬)। দীর্ঘ ৩ বৎসর যাবৎ একে অপরকে ভালবেসে আসছিল বলে জানা যায়।

কিন্তু উভয়ের পরিবার বয়স কম হওয়ায় বিয়েতে রাজি হয় নাই। উক্ত ঘটনায় প্রেমিক প্রেমিকা কয়েক দফা আত্মহত্যার  চেষ্টা করে। তারপরও পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় গত শুক্রবার কাউকে না জানিয়ে দুই প্রেমিক যুগল অজানার উদ্দেশ্যে পাড়ি জমায়।

উভয়ের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায়, দুই জনই মোবাইল ফোনে তারা এক অজ্ঞাত স্থানে আছে বলে নিশ্চিত করেন। ওই ঘটনা নিয়ে স্থানীয় গণ্যমান্য ও পরিবারের সদস্যদের সাথে সমজতার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে বিয়ের বয়স না হওয়ায় উভয়ের পরিবার চিন্তিত রয়েছে বলে জানা যায়।

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান মো. আলম বলেন, নারি সংক্রান্ত ঘটনা উভয়ের পরিবারকে আইন মোতাবেক কাজ করার পরামর্শ দিয়েছেন বলে জানান। প্রেমিক যুগলের উধাও হওয়ার ঘটনায় এলাকায় নানা গুঞ্জনের সৃষ্টি হয়েছে।

Exit mobile version