parbattanews

বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় ও কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কলেজ হলরুমে সকাল ১০টায় বিদায় ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

কলেজের প্রভাষক মো. শাহ জালাল সাইফীর পরিচালনায় পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা কমিটির সভাপতি ও বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলম কোম্পানি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ। যার প্রমাণ আজকের বিদায়ী ছাত্র-ছাত্রীরা। দেশ ও জাতি গঠনে আজকের ছাত্র-ছাত্রীদের ভূমিকা ও কোন অংশে কম। সুন্দর ভবিষ্যত গঠনে ভালো লেখা-পড়ার প্রয়োজন। ভালো লেখা-পড়া ও ভালো চরিত্রের ছাত্র-ছাত্রী অবশ্যই দেশ ও জাতির কল্যাণ বয়ে আনবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হরিকান্ত দাশ, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, সাবেক চেয়ারম্যান জালাল আহমেদ, ডা. হাসেম সরওয়ার, সিনিয়র শিক্ষক আবদুল লতিফ, নুরুল আমিন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের আহবায়ক আবদুল হামিদ, কলেজের প্রভাষকসহ বিদায়ী ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠান শেষে বিদায়ী পরীক্ষার্থীদের জন্য মোনাজাতের মাধ্যমে দোয়া করা হয়।

Exit mobile version