parbattanews

বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

২১ মে (বৃহস্পতিবার) বিকাল ৪টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল বাইশারী বাজারের বিভিন্ন দোকান মনিটরিং করেন এবং মেয়াদোত্তীর্ন মালামাল রাখায় মো. আল আমিনের মুদি দোকানকে ২০০০ হাজার টাকা, ওজনে কম দেওয়ায় কাচা বাজারের মনুকে ১০০০ টাকা, সেলুন খোলা রাখায় এক নাপিত রাজধন কর্মকারকে ৫০০ টাকা ও কাগজ পত্র সঠিক না থাকায় এক মটর সাইকেল চালককে ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান রুবেল জানান, জেলা প্রশাসনের নির্দেশ ক্রমে লক ডাউন শিথিলের পর থেকে উপজেলার বিভিন্ন হাট বাজার মনিটরিং করা হচ্ছে। পাশাপাশি সামাজিক দুরত্ব বজায় রাখা, ভোক্তা অধিকার আইন, দ্রব্য মুল্য উর্ধ্বগতি রোধসহ নানা বিষয়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এছাড়া অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের সহকারী ইনচার্জ এসআই মাঈনুদ্দিন সহ সঙ্গীয় ফোর্স এবং বাজার কমিটির নেতা মঞ্জুরুল ইসলাম।

Exit mobile version