parbattanews

বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথিরা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী বালিকা উচ্চবিদ্যালয়ে দুর্নীতি বিরুধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা উদযাপন ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠান বর্নাঢ্য আয়োজনের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

রবিবার(২ ফেব্রুয়ারি)সকাল এগারো টার বিদ্যালয় মাঠে প্রধান শিক্ষক হাছান আলীর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক নুরুল আমিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলোয়াতের মধ্যদিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত থেকে বক্তব্য রাখেন এবং পুরুস্কার বিতরণ করেন বাইশারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও পরিচালনা কমিটির সভাপতি মো. আলম কোম্পানি।

তিনি বলেন স্কুল পর্যায়ে দুর্নীতি বিরুধী বিভিন্ন কার্যক্রম, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা অবশ্যই ছাত্র ছাত্রীদের জন্য অত্যন্ত কল্যাণকর। কারন এই কিশোর কিশোরী ছাত্র ছাত্রীরা আগামী দিনের দেশ ও জাতি গঠনের কারিগর। তাই দুর্নীতি শুরুতেই বন্দ্ব না করা না গেলে গোটা দেশ ও জাতি ধ্বংশ হয়ে যাবে।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু নছর, প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আবদুল হামিদ, মহিলা সদস্যা সাবেকুন্নাহার, আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন, সহকারী শিক্ষক আজহার, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সেলিনা আক্তার।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করেন অতিথিরা।

Exit mobile version