parbattanews

বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের একমাত্র নারী শিক্ষাপ্রতিষ্ঠান বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় বাইশারী বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে একটি এনজিও শিক্ষা কর্মসূচি কর্তৃক আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার প্রতিপাদ্য বিষয় ছিল: অধিক জনসংখ্যা “বাংলাদেশের উন্নয়নের প্রধান অন্তরায়।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাছান আলী। বিচারকের দায়িত্ব পালন করেন প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আবু নচর, সহকারী শিক্ষিকা নাসিমা আক্তার ও রহমতুল্লাহ। বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে নিয়ন্ত্রকের ভূমিকা পালন করেন সহকারী শিক্ষক আজহারুল ইসলাম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনজিওটির উপজেলা শিক্ষা অফিসার মতিউর রহমান।

এতে বিজয় লাভ করেন বিপক্ষ দল, সেরা বক্তা নির্বাচিত হন বিপক্ষ দলের সামিয়া সুলতানা। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Exit mobile version