parbattanews

বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসা এমপিও ভুক্তির দাবীতে মানববন্ধন ও আলোচনা সভা

img_5093-copy

বাইশারী প্রতিনিধি:

স্বীকৃতি প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান, নন-এমপিও ভুক্ত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসাটি এমপিও ভুক্তির দাবীতে এক বিশাল মানববন্ধন ও বিশাল আলোচনা সভার আয়োজন করেছে। রবিবার বেলা ১২টার সময় মাদ্রাসা সংলগ্ন বাইশারী-ঈদগড় সড়কে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে অংশ গ্রহন করেন শিক্ষক শিক্ষিকা, কর্মচারী ও মাদ্রাসার শত শত শিক্ষার্থীসহ এলাকাবাসীরা । ঘন্টাব্যাপী মানববন্ধন শেষে মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়।

সহকারী শিক্ষক মাওলানা জয়নাল আবেদীনের পরিচালনায় মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল হাকিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন এবতেদায়ী প্রধান শিক্ষক মাওলানা কাজী তমিম গোলাল, সহ সুপার মাওলানা আব্দুল্লাহ, সহকারী শিক্ষক মাওলানা আব্দুল গফুর, মাষ্টার মহিউদ্দিন, এমদাদুল হক প্রমূখ।

বক্তারা বলেন, দীর্ঘ ২৬ বছর যাবৎ মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে সরকারের কোন ধরনের সহযোগিতা ছাড়া বিনা বেতনে পাঠদান-শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। বক্তারা আরো বলেন, এভাবে আর কতদিন পার করতে হবে? কবে হবে এমপিও ভুক্ত?

তাই শিক্ষক শিক্ষিকারা অচিরেই মাদ্রাসাটি এমপিও ভুক্তির জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রানালয়ের দৃষ্টি আকর্ষন করেন।

Exit mobile version