বিজয়ের ৫৪ বছরে পদার্পণে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবসের সূচনা করা হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী অনুষ্ঠানের মধ্য উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে পুষ্পমাল্য অর্পন করেন বাঘাইছড়ি উপজেলা প্রশাসন ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক সংগঠনের নেতৃবৃন্দ।
সকাল ৯ টায় জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শনী করেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং তিন দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা মারজান, বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যগন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।
দীর্ঘ নয় মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্যে দিয়ে অর্জিত হয় চূড়ান্ত বিজয়। এটি বাঙালি জাতির জীবনের সবচেয়ে বড় অর্জন ও গৌরবের দিন। তাই দিনটিতে যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার সাথে নানান আয়োজনে পালিত হয়।
