বাঘাইছড়ির আশ্রয়কেন্দ্রে হাঁটুপানি, পাঠদান বন্ধ


রাঙামাটির বাঘাইছড়ির কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় বন্যার্তদের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসলেও বিদ্যালয়টি এখন নিজেই আশ্রয়হীন হয়ে পড়েছে। এই বিদ্যালয়ে এখন হাঁটুপানি। বন্ধ রয়েছে পাঠদান কার্যক্রম।
জানা যায়,টানা বৃষ্টিতে পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় রাঙামাটির বাঘাইছড়িতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ডুবে গেছে বিভিন্ন সড়ক। এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে বাঘাইছড়ির শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ। শিক্ষকরা জানিয়েছেন, বন্যায় শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানসহ যাবতীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে।
বাঘাইছড়ি উপজেলা সদরের কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়টি পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষক, শিক্ষার্থীরা বিদ্যালয়ে ক্লাসে উপস্থিত হতে পারছেন না। শুধু ওই বিদ্যালয় নয়, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ায় বাঘাইছড়ি উপজেলার আরও বেশকিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
স্থানীয়রা জানিয়েছেন, প্রতিবছর বর্ষায় পানি বাড়লে বিদ্যালয়টি ডুবে যায়। এতে অনেক সময় শিক্ষার্থীদের কোমর সমান পানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয়। এবার পুরো বিদ্যালয়টি হাঁটু পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ হয়ে গেছে।
তারা বলছেন, প্রতিবছর বাঘাইছড়িতে ৩ থেকে ৪ বার বন্যা হয়। কিন্তু সমাধানের কোনো পদক্ষেপ নেই প্রশাসনের। এর আগে বিদ্যালয়টি বন্যার্তদের জন্য আশ্রয়কেন্দ্র হিসেবে খোলা ছিল। এখন সেটি পানিতে ডুবে গেছে।
বিদ্যালয়ের শিক্ষকরা জানিয়েছেন, নেমে আসা পাহাড়ি ঢলের বন্যায় প্লাবিত হওয়ায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে। এমনকি চলমান অর্ধবার্ষিক পরীক্ষাও স্থগিত করতে হয়েছে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য আমরা প্রশাসন ও শিক্ষা বোর্ডের কাছে আবেদন করেছি। দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের পড়াশোনায় অপূরণীয় ক্ষতি হবে।