parbattanews

বাঘাইছড়িতে অগ্নিকাণ্ডে ১৬টি কাচা-পাকা ঘর পুড়ে ছাই

 

পার্বত্যনিউজ ডেস্ক:

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বসত ঘরে আগুন লেগে ১৬টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিস, নিরাপত্তাবাহিনী ও স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকা বলে স্থানীয়রা জানান। তবে ফায়ার সার্ভিস এখনো পর্যন্ত ক্ষতির পরিমাণ নিরুপণ করতে পারেনি।

বৃহস্পতিবার (১মার্চ) দুপুর সোয়া ২টার দিকে একটি বসত ঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদিম সারোয়ার জানিয়েছে, উপজেলার কেদারমারা ইউনিয়নের দূরছড়িস্থ কসাই পাড়ায় আগুনে ১৬টি বসত ঘর পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে রয়েছে। হতাহতের বিষয়ে আপাতত কোন তথ্য নেই বলে জানান তিনি।

তবে স্থানীয়রা এ সংখ্যার সাথে দ্বিমত প্রকাশ করে জানান, ক্ষতিগ্রস্ত বসত ঘরের সংখ্যা ২১টি।

Exit mobile version